ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা নাকে খত দিয়ে ইউপি নির্বাচনে এসেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মে ১৬, ২০১৬
খালেদা নাকে খত দিয়ে ইউপি নির্বাচনে এসেছেন ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বর্তমানে ইউনিয়ন পরিষদে (ইউপি) নাকে খত দিয়ে নির্বাচনে এসেছেন বলে মন্তব্য ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর।

সোমবার (১৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান তিনি।

নিলু বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ছিটমহলের সফল বিনিময়ে ’৭১ সালের মানচিত্র থেকে দেশের ভূখণ্ডের জায়গা অনেক বেড়েছে। এখন কোনো রকম কালক্ষেপণ না করে মানচিত্র পরিবর্তন করে নতুন মানচিত্র জাতিসংঘসহ বিশ্বের সবদেশে পৌঁছে দিতে হবে।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে নিলু বলেন, জাতীয় নির্বাচন বর্জন করে আপনি (খালেদা জিয়া) নাকে খত দিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এসেছেন। এখানেও ব্যর্থ হয়েছেন। ষড়যন্ত্র বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

‘আমি বলবো, খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান, আসলাম চৌধুরীর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছিলেন’।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদেরও সমালোচনা করে তিনি বলেন, তিনি বর্তমান সরকারের অদ্ভুত পার্টনার। আপনার দলের জাতীয় সম্মেলনে একটা বিষয় পরিষ্কার করা উচিত ছিল, আসলে আপনি কি সরকারের পজিশন না অপজিশন?

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- এনডিপির চেয়ারম্যান আলমগীর মজুমদার ও ন্যাপ ভাসানীর ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন মুন্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসই/আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।