ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

রাজনীতি

সরকার উৎখাতে বিএনপি চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, মে ১৭, ২০১৬
সরকার উৎখাতে বিএনপি চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে হেরে গিয়ে বিএনপি এখন সরকার উৎখাতে চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের রেলওয়ে ওভারপাসের ২ লেন সড়ক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য  ইসরাইলের ক্ষমতাসীন দলের এক নেতার সঙ্গে বৈঠক করা রাজনীতির চরম দেউলিয়াপনার প্রকাশ। এসব কর্মকাণ্ড যারা করে তাদের দেশপ্রেমটাই প্রশ্নবিদ্ধ।

এসময় সড়ক ও জনপথ এবং ফোরলেনের প্রকল্পের কাজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ