মাগুরা: মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে রিয়াবুল শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৬ জুন) সকালে উপজেলার রাজাপুর চরপাড়া গ্রামে সংর্ঘষের এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শ্রীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা বাংলানিউজকে জানান, আমলসার ইউনিয়নের আ.লীগ নেতা চাঁদ আলী ও শফিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সকালে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে।
এসময় সড়কির কোপে ঘটনাস্থলেই শফি মোল্লার সমর্থক রিয়াবুল নিহত হন। এসময় ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
আরবি/পিসি