ঢাকা: ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দৃষ্টান্ত অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সোমবার (২৭ জুন) রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, নির্বাচিত সরকার হয়েও গণভোটে হেরে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আপনি (শেখ হাসিনা) তো জনগণ দ্বারা নির্বাচিত নন। সুতরাং জনগণের কথা চিন্তা করে পদত্যাগ করুন এবং অবিলম্বে একটা নির্বাচন দিন। যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সেই নির্বাচনে জিতলে আপনাকে আমরা মেনে নেবো, আমরা জিতলেও আমাদেরকে মেনে নিতে হবে। ’
সরকার গায়ের জোরে সব কিছু করতে চায় মন্তব্য করে তিনি বলেন, ‘এরা গায়ের জোরে যেভাবে ক্ষমতায় এসেছে, তেমনি গায়ের জোরেই ক্ষমতায় টিকে থাকতে চায়। গায়ের জোরেই সব কিছু করতে চায়। ’
সরকার কৃষি ব্যবস্থাকে শেষ করে দিয়েছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘আমাদের সময় আমরা কৃষিকে গুরুত্ব দিয়েছি। সব সময় চেয়েছি যেন খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি। কিন্তু এই সরকার কৃষিকে মোটের ওপর গুরুত্ব দেয় না। কৃষিপণ্যের ন্যায্য মূল্য দেয় না। ’
অ্যাব’র আহ্বায়ক আনোয়ারুন্নবী মজুমদার বাবলার সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আ ন হ আখতার হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার চৌধুরী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সদরুল আমীন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক সেলিম ভূঁইয়া, জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হোসেন ডোনার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র সদস্য সচিব হাসান জাফরি তুহিন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৬/আপডেট: ২০৩৬ ঘণ্টা
এজেড/টিআই