ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

ড্যান্ডি ডাইং মামলায় ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা খালেদার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, অক্টোবর ৪, ২০১৬
ড্যান্ডি ডাইং মামলায় ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা খালেদার

ঢাকা: সোনালী ব্যাংকের ঋণ খেলাপির অভিযোগে দায়ের হওয়া ড্যান্ডি ডাইং মামলায় ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

মঙ্গলবার (৪ অক্টোবর) এ মামলার শুনানির জন্য দিন ধার্য ছিলো।

তবে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া মামলাটি এই আদালত থেকে অন্য আদালতে বদলির জন্য জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের কাছে আবেদন করেন।

দরখাস্ত দিয়ে বেরিয়ে এসে সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, অত্র আদালতে খালেদা জিয়ার ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছেন।

আদালত বদলি সংক্রান্ত শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৬ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এমআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।