ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তানোরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
তানোরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ কর্মী নিহত

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার আমাশো গ্রামে সড়ক দুর্ঘটনায় যুবলীগ কর্মী ওসমান গণি (২৫) নিহত হয়েছেন।

 

শনিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গণি উপজেলার ভদরখণ্ড গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম বাংলানিউজকে বলেন, শনিবার সকালে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর একটি অনুষ্ঠান ছিলো। ওই অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন যুবলীগ কর্মী ওসমান গণি।

পথে উপজেলার আমশো নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ওসমান গণি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এসএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।