ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্থগিত ইউপি নির্বাচন

যশোরে স্থগিত ১০ ওয়ার্ডের ভোটগ্রহণ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
যশোরে স্থগিত ১০ ওয়ার্ডের ভোটগ্রহণ সোমবার

যশোর: যশোরের চৌগাছায় একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে উপ নির্বাচনসহ স্থগিত হওয়া ১০টি ওয়ার্ডে সোমবার (৩১ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যশোর জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ বাংলানিউজকে বলেন, কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের সন্যাসগাছা ওয়ার্ড, সদর উপজেলার ৬টি কেন্দ্র, মনিরামপুর উপজেলার ২টি কেন্দ্র ও চৌগাছা উপজেলার একটি স্থগিত কেন্দ্রে পুনরায় ভেট হবে।

এছাড়াও চৌগাছার পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সম্প্রতি মারা যাওয়ায় ওই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ইউজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।