ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা: দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২০ নভেম্বর) সকালে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমান সরকারের নানা নিষ্ঠুর নির্যাতনের শিকার। শুধু তারেক নন, দেশের জনগণের উপর নির্যাতন চালিয়ে গণতন্ত্রকে গুম করেছে বর্তমান সরকার। দেশের এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করা জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি’র আহ্বায়ক মির্জা আব্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, সভাপতি এ কে আজিজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেডএফ/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।