ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সলঙ্গায় যুবদল নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সলঙ্গায় যুবদল নেতা কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় মাসুদ রানা (৩৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)  দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার দিনগত রাতে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ বাজার থেকে গ্রেফতার করা হয় তাকে।

 

গ্রেফতারকৃত মাসুদ রানা ওই ইউনিয়নের চকদাদুরপাড়ার আকসেদ আলীর ছেলে। তিনি সলঙ্গা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নলকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।  

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল আলম বাংলানিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এরান্দহ বাজারে অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ, বিস্ফোরক, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সলঙ্গা ও রায়গঞ্জ থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তিনি।  

দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।