ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় উপ-নির্বাচনে জামানত হারালেন ৫ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
গাইবান্ধায় উপ-নির্বাচনে জামানত হারালেন ৫ প্রার্থী

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনই জামানত হারিয়েছেন। মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন তারা।

শনিবার (২৬ মার্চ) জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাসিম বাংলানিউজকে জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৪২৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৬২২টি।

শতকরা ৪৯ দশমিক ৯৭ ভাগ ভোট পড়ে।

তিনি জানান, প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট দাঁড়ায় ২০ হাজার ৮২৮টি। এ পরিমাণ ভোট না পাওয়ায় পাঁচজন প্রার্থী তাদের জামানত হারান।

এরমধ্যে জাসদ সমর্থিত মোহাম্মদ আলী প্রামাণিক ভোট পান ২৭৭ ভোট। জেপির ওয়াহেদুজ্জামান সরকার পেয়েছেন ১ হাজার ২৯৩, গণফ্রন্টের শরিফুল ইসলাম ১৫৪ ভোট, এনপিপির জিয়া জামান খান ১ হাজার ১৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন ১২ হাজার ২৩৩ ভোট।

এছাড়া নির্বাচনে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত গোলাম মোস্তফা আহমেদ পেয়েছেন ৯০ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি শামীম হায়দার পাটোয়ারী পান ৬০ হাজার ১০০ ভোট।
 
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের এমপি মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। পরে ওই আসন শূন্য হলে গত ২২ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।