ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার সঙ্গে কানাডিয়ান প্রতিনিধি দলের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, মার্চ ৩০, ২০১৭
খালেদার সঙ্গে কানাডিয়ান প্রতিনিধি দলের বৈঠক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত কানাডিয়ান প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে কানাডিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কানাডিয়ান পার্লামেন্টের সদস্য নাথানিয়েল ইরসকিন স্মিথ।


 
বৈঠক সূত্রে জানা গেছে, দুই দেশের আর্থ-সামাজিক, রাজনীতি, অর্থনীতি, শিল্প, বাণিজ্য নিয়ে আলোচনা করেন খালেদা-নাথানিয়েল। বিশেষ করে বাংলাদেশের আগামী নির্বাচন কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য হয়, সব দল অংশ গ্রহণ করতে পারে সে বিষয়টি নিয়ে বিশেষ আলোচনা করেন তারা।
 
বৈঠকে খালেদা জিয়াকে সহযোগিতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান।

**খালেদার সঙ্গে কানাডিয়ান প্রতিনিধি দলের বৈঠক সন্ধ্যায়
 
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এজেড/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।