শুক্রবার (৩১ মার্চ) দুপুরে তার নির্বাচনী এলাকা নকলা উপজেলার লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, সরকারের সব ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসছে, তার বড় প্রমাণ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন।
তিনি বলেন, দোষ প্রমাণ হলেই দোষী ব্যক্তির সাজা হবে। জননেত্রী শেখ হাসিনাও পারতেন ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে কিন্তু তিনি তা করেননি। তিনি বিচারের মাধ্যমে রায় কার্যকর করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন-শেরপুরের জেলা প্রসাশক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল ইসলাম গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল হক মুনির চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনটি/আরএ