ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেটে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, মার্চ ৩১, ২০১৭
সিলেটে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেট: সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মো. হাসান ওরফে ডন হাসান (৩০) নামে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসান নগরীর মুন্সিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বাংলানিউজকে জানান, সিলেট নগরীর কাজলশাহ এলাকার নুরুল আমিনের ছেলে রাব্বিসহ কয়েকজন হাসানকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান সোহেল আহমেদ।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনইউ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।