ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, এপ্রিল ১, ২০১৭
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করুন গণমোর্চার সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন ভারত সফরে প্রধানমন্ত্রীকে ভারতের কাছে তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবির আহ্বান জানিয়েছেন (কর্মসূচিভিত্তিক রাজনৈতিক ফোরাম) গণমোর্চা। 

শনিবার (১ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে ‘প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর, সামরিক কূটনীতি এবং গণমানুষের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
 
গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মদ মাসুম বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাচ্ছি, তিনি যেন তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করেন।

পাশাপাশি বাংলাদেশ ভারতের মধ্যে যে সামরিক চুক্তি বা সমঝোতা হতে যাচ্ছে, এই চুক্তি চূড়ান্ত করার সময় সাধারণ মানুষের ইচ্ছাকে প্রধান্য দিবেন। যাতে এ চুক্তি দেশের জন্য অশুভ না হয়।  
 
এসময় গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, জাসদ নেতা হুমায়ুন করিব, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির সভাপতি হোসেন খান লিটন প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।