শনিবার (১ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে ‘প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর, সামরিক কূটনীতি এবং গণমানুষের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মদ মাসুম বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাচ্ছি, তিনি যেন তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করেন।
এসময় গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, জাসদ নেতা হুমায়ুন করিব, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির সভাপতি হোসেন খান লিটন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এএম/এসএইচ