ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির পাকিস্তানে ফিরে যাওয়া উচিত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
‘বিএনপির পাকিস্তানে ফিরে যাওয়া উচিত’ স্থানীয় শহীদ দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন এইচটি ইমাম

নীলফামারী: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না বলেই সম্প্রতি পাকিস্তানের প্রতি দরদ দেখিয়ে সংবাদ সম্মেলন করেছে। মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশের মানুষ মনে করে, পাকিস্তানপ্রীতির কারণে বিএনপির পাকিস্তানে ফিরে যাওয়া উচিত।’

এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলেই মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ-সুবিধাসহ যে কোনো সমস্যা সমাধান করা হচ্ছে।

বুধবার দুপুরে (১২ এপ্রিল) সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস উপলক্ষে জিআরপি পুলিশ ক্লাব চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রজন্ম ’৭১ সৈয়দপুর শাখার সভাপতি এ এইচ এম মঞ্জুর হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন-জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. হারুন-অর-রশীদ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, অ্যাডভোকেট হোসনে আরা ডালিয়া লুৎফা এমপি, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার ও সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, প্রজন্ম ’৭১ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য বখতিয়ার কবির ও অধ্যাপক শাখাওয়াত হোসেন খোকন, নারী নেত্রী রাবেয়া আলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক ডা. খায়রুল বাসার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক আমেনা কোহিনুর আলম, কেন্দ্রীয় প্রজন্ম ’৭১ এর সাংগঠনিক সম্পাদক মিজান তালুকদার প্রমুখ।

আলোচনা সভাটি পরিচালনা করেন প্রজন্ম ’৭১ এর সাধারণ সম্পাদক মো. মহাসিনুল হক মহসিন।

দিবসটি উপলক্ষে সারা দিনব্যাপী কর্মসূচি পালন করেন শহীদ পরিবারের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ এর স্থানীয় শাখা। কর্মসূচিতে ছিল, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, গণসঙ্গীত, শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী সৈয়দপুরের অর্ধশতাধিত মানুষকে নির্মমভাবে হত্যা করে। হত্যাযজ্ঞের সেইদিন থেকে প্রতিবছর এদিনে স্থানীয়ভাবে শহীদ দিবস পালিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।