ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনপুরায় ইউপি নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
মনপুরায় ইউপি নির্বাচন স্থগিত

ভোলা: সীমানা জটিলতার কারণে হাইকোর্টের রায়ে ৩ মাসের জন্য ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আনঅফিসিয়ালি রায়ের একটি ফটোকপি পেয়েছি, তবে মূল কপি না আসাতে কনফার্ম হওয়া যাচ্ছে না।

নির্বাচন অফিসকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।
 
মনপুরা উপজেলার আন্দির পাড় এলাকার ছাবিদ বেপারীর দায়ের করা রিটে বুধবার বিকেলে হাইকোর্ট এ রায় দিয়েছেন বলে জানা গেছে।

তিনি আরো উল্লেখ করেন, মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাওয়া  ওয়ার্ডের পুনঃবিন্যাস করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
আলোচিত মনপুরা ইউনিয়নের নির্বাচন এ মাসে ১৬ তারিখে হওয়ার কথা ছিলো। সেখানে চেয়ারম্যান পদে চারজনসহ নারী ও পুরুষ সদস্য পদে অর্ধশতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই নির্বাচন স্থগিত হওয়ায় সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।