ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাতিয়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
হাতিয়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে নুরুল আলম (৩০) নামে যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ভৈরব বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নুরুল আলম চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের নুর ইসলামের ছেলে।

আহতরা হলেন-মোক্তার হোসেন, আমির হোসেন, মনির উদ্দিন, সেলিম, আবুল বাশার, বাহার সর্দার। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসা দেওয়া হচ্ছে।  

স্থানীয়রা জানান, মনির উদ্দিন চরকিং ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য অন্যদিকে মো. মুরাদ প্রাক্তন সদস্য। দুইজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ দুইজনের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে একপর্যায়ে মনির উদ্দিন গ্রুপের নুরুল আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান। উভয়পক্ষের গুলিবিনিময়ে এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত নুরুল আলমের মরদেহ স্থানীয় হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭/আপডেট:১৭২৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।