ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এখন দলে কোনো কর্মী নেই সবাই নেতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এখন দলে কোনো কর্মী নেই সবাই নেতা সন্ধানীর ৩৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

আশুলিয়া, সাভার: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন দলে কোনো কর্মী নেই সবাই নেতা, এগুলো আমাদের রাজনীতির পরগাছা, এ পরগাছা উপড়ে ফেলতে হবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ৩৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আওয়ামী লীগকে একটি বিশাল সংগঠন উল্লেখ করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক রয়েছে।

তারপরও প্রচার লীগ নামে একটি সংগঠন দাঁড় করিয়ে ফেলা হয়েছে। এসব সংগঠন নিয়ে সমালোচনা করে মন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে, তখন কিছু কিছু ভূই-ফুড় সংগঠন গড়ে উঠে। মূলত তাদের উদ্দেশ্যই থাকে চাঁদা তোলা। আর চাঁদা তোলার জন্যই একেকটি রাজনৈতিক নাম ব্যবহার করে তারা।

সন্ধানী স্বেচ্ছাসেবী সংগঠনের ৩৬তম বার্ষিক সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মানবিক বাংলাদেশ চাই’।

সন্ধানী গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় সন্ধানী কেন্দ্রীয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জনাব প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. লায়লা পারভিন বানু।

এছাড়া আরও উপস্থিত ছিল বিভিন্ন মেডিকেল কলেজের সন্ধানীর ৩৬টি মেডিকেল কলেজের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।