ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাতিয়ায় আওয়ামী লীগ কর্মীর গলা কাটা মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
হাতিয়ায় আওয়ামী লীগ কর্মীর গলা কাটা মৃতদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৩ এপ্রিল আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে নিখোঁজ বাহার সর্দারের (৫০) গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার তমরুদ্দি ঘাটের কাছে মেঘনা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাহার সর্দারের বাড়ি উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের আলী আহমদের ছেলে।

তিনি হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বাংলানিউজকে জানান, নিখোঁজ হওয়ার তিনদিনের মাথায় রোববার সকালে তমরুদ্দি ঘাটের কাছে আওয়ামী লীগ কর্মী বাহার সর্দারের গলা কাটা মৃতদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।