ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

কালকিনির এক কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
কালকিনির এক কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, গুলি মাদারীপুরের কালকিনি উপজেলার একটি কেন্দ্রে ভোটারদের লাইন

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের সময় একটি কেন্দ্রে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এজন্য প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

রোববার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে ইউনিয়নের চরআলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব এনায়েতনগরের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রাথী বাদল তালুকদারের সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেহানা আকনের সমর্থকরা বাঁধা দেন।

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সেই সঙ্গে এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনো হয়। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিলে উভয়পক্ষের লোকজন সরে যায়। পরে ওই কেন্দ্রে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

মাদারীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়।

এদিকে, দায়িত্ব অবহেলার কারণে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের বুলবুল মহেন্দ্র নামে এক পোলিং অফিসারকে ভোট কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, সীমানা জটিলতা, একটি ইউনিয়ন থেকে দু’টি ইউনিয়নে রূপান্তরসহ নানা কারণে বাদ পড়ে যাওয়া কালকিনি উপজেলার দু’টি ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন ও সদস্য পদে ৬৪ জন এবং রাজৈর উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন ও সদস্য পদে ১৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

কালকিনিতে ১৭ হাজার ৮৫০ জন ও রাজৈরের ৫৭ হাজার ৭৫১ জন ভোটার এবার ভোট দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।