রোববার (১৬ এপ্রিল) দুপুরে ভোটগ্রহণের সময় লামচর ইউনিয়নে নিচহরা সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শেখপুরা গ্রামের বাসিন্দা তাবু তাহেরের ছেলে মো. রিয়াজ, তাজল হকের ছেলে আল আমিন।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মহসেন চৌধুরী জানান, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও অবৈধ উপায় অবলম্বনের দায়ে দু’জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। দোষ স্বীকার করলে বিচারক তাদের দু’জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার লামচর ইউনিয়ন পরিষদ, একই উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ড ও লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন ইউপি চেয়ারম্যান ও দুই জন সাধারণ সদস্যের মৃত্যুতে ওই পদগুলো শূন্য হয়।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
জেডএস