ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরের দুই ওয়ার্ডে শামীম কবীর ও মুনজুরা খাতুন নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
যশোরের দুই ওয়ার্ডে শামীম কবীর ও মুনজুরা খাতুন নির্বাচিত

যশোর: যশোরের চৌগাছা ও মণিরামপুর উপজেলার দু’টি ওয়ার্ডে সাধারণ সদস্য উপ-নির্বাচনে শামীম কবির ও মুনজুরা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা এ তথ্য নিশ্চিত করেছেন।  

চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে যুবলীগ নেতা শামীম কবির তালা প্রতীকে ৬৪০ ভোট পেয়ে নির্বাচিত হন।

একমাত্র প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন ফুটবল প্রতীকে পেয়েছেন ১৩ ভোট।  

রিটার্নিং অফিসার ও চৌগাছা উপজেলা নির্বাচন অফিসার আবু ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, ২০১৬ সালের ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনেও শামীম কবির সাধারণ সদস্য পদে বিজয়ী হন। তবে একটি মামলায় তিনি কারাগারে থাকায় শপথ নিতে না পারায় ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

অপরদিকে, মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ৩ নং (শেখপাড়া খানপুর) ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে মুনজুরা খাতুন ফুটবল প্রতীকে ৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুবহান মোল্লা পেয়েছেন ৬২৪ ভোট।  

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল এমরান  এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপ নির্বাচনে নির্বাচিত মুনজুরা খাতুনের স্বামী আবুল কালাম বিশ্বাস এ ওয়ার্ডে নির্বাচিত সদস্য ছিলেন। গত ১১ ডিসেম্বর মারা যাওয়ায় পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।