সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাজবাড়ী শহরের রেলগেট চত্ত্বরে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, আজকের এই মুজিবনগর দিবস এমনিতে আসে নাই।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা নিজেকে শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। তিনি সারা বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর ১০ জন নেতার মধ্যে শেখ হাসিনা একজন। তিনি একজন বিশ্বনন্দিত নেতা। সম্প্রতি বাংলার মাটিতে আমরা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মতো একটি আন্তর্জাতিক সম্মেলন করেছি। যেটি বিশ্বের অনেক দেশ আজ পর্যন্ত করতে পারে নাই। আমরা শেখ হাসিনার নেতৃত্বে সেটা করতে সক্ষম হয়েছি।
দ্বিতীয় পদ্মাসেতুর বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তা বাস্তবায়নও করেন। দৌলতদিয়া-পাটুরিয়ার রুটে দ্বিতীয় পদ্মাসেতুর যে প্রতিশ্রুতি শেখ হাসিনা দিয়েছেন, প্রথম পদ্মাসেতুর কাজ শেষ হওয়ার পরেই শেখ হাসিনা এই পদ্মাসেতু নির্মাণের কাজ শুরু করবেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে এই পদ্মাসেতুর মতো আরও অনেক পদ্মাসেতু বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী, তার স্ত্রী রেবেকা সুলতানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এনটি