মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশিক, সবুজ, জহুরুল ও শওকতের নাম জানা গেছে।
আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল বাংলানিউজকে বলেন, আমরা ১৪টি বাসে নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সমাবেশে আসছিলাম। পথে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সামনে এলে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন তাদের বাঁধা দেন। এসময় তিনি নেতাকর্মীদের বিভক্ত করে আলাদা আলাদা মিছিল নিয়ে সমাবেশ স্থলে যেতে বলেন। আমি এতে বাধা দিলে চেয়ারম্যান ও তার লোকজন আমাদের নেতাকর্মীদের মারধর করেন এবং চেয়ারম্যান তার নিজের লাইসেন্সকৃত অস্ত্র উচিয়ে গুলি করতে উদ্দত হন। এসময় আশিক ও সবুজ নামে আমাদের দুই কর্মী আহত হন।
এদিকে, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম লিটন বাংলানিউজকে জানান, তার ইউনিয়ন থেকে ছয়টি বাসে সমাবেশে আসার পথে বিপুল দলবল নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে তিনি ছাড়াও তার দলের শওকাত ও জহুরুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসআই