ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকার উত্তরে কাইয়ুম, দক্ষিণে সোহেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
ঢাকার উত্তরে কাইয়ুম, দক্ষিণে সোহেল এম এ কাইয়ুম ও হাবিব-উন নবী খান সোহেল/ফাইল ফটো

ঢাকা: ঢাকা মহানগর বিএনপিকে দুই ভাগ করে উত্তরে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল কাইয়ুমকে এবং দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিব উন নবী খান সোহেলকে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে ঢাকা দক্ষিণের ৭০ সদস্যের এবং উত্তরের ৬৪ সদস্যের এই আংশিক কমিটি অনুমোদন দেন।
 
ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবীব উন নবী খান সোহেল বিদায়ী ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব পদেও আছেন তিনি।
 
কাইয়ুম বিদায়ী মহানগর আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সূত্রাপুরের সাবেক কমিশনার কাজী আবুল বাশারকে। তিনি কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্বে আছেন।
 
ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক করা হয়েছে কাফরুল এলাকার সাবেক কমিশনার আহসানউল্লাহ হাসানকে।
 
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলনে ব্যর্থতার কারণে সাদেক হোসেন খোকার নেতৃত্বাধীন মহানগর কমিটি ভেঙে দেয় বিএনপি। এরপর ওই বছরের ১৮ জুলাই দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক করে ৫২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। এর দুই বছর ৮ মাস পর ঢাকাকে দুই ভাগে ভাগ করে নতুন কমিটি দিল বিএনপি।
 
দক্ষিণের কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে ২৬ জনকে। এরা হলেন- শামসুল হুদা, ইউনুস মৃধা, নবী উল্লাহ নবী, মীর হোসেন মীরু, আবু মোতালেব, নাসিমা আখতার কল্পনা, ফরিদ উদ্দিন, সাজ্জাদ জহির, মোস্তাফিজুর রহমান হিরু, গোলাম হোসেন, আনভীর আদেল খান বাবু, আরিফুর রহমান আরিফ, ইশরাত মির্জা, মোশাররফ হোসেন খোকন, আতিক উল্যাহ আতিক, মীর আশরাফ আলী আজম, মো. মোহন, জয়নাল আবেদীন রতন, আব্দুল লতিফ, সিরাজুল ইসলাম, হাজী দেলোয়ার হোসেন, আবুল হাসান ননি তালুকদার, হামিদুর রহমান হামিদ, এস কে সেকান্দার কাদির, সাব্বির হোসেন আরিফ ও নিতাই চন্দ্র ঘোষ।
 
এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক আছেন তিন জন- তানভীর আহমেদ রবিন, সাইফুল ইসলাম পটু ও রফিকুল ইসলাম রাসেল। দপ্তর সম্পাদক সাঈদুর রহমান মিন্টু ও প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব। এছাড়া এই আংশিক কমিটিতে ১৯ জন যুগ্ম-সম্পাদক এবং ১৮ জন সহ-সাধারণ সম্পাদক রয়েছেন।
 
উত্তরের আংশিক কমিটিতে সহ-সভাপতি ২৩ জন। এরা হলেন- মুন্সী বজলুল বাসিত আনজু, আব্দুল আলী নকি, মো. সাহাব উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, মশিউর রহমান মশু, আতিকুল ইসলাম মতিন, আলী ইমাম আসাদ, মাসুদ খান, ফয়েজ আহমেদ ফরু, কাজী হযরত আলী, মোস্তাফিজুর রহমান সেগুন, নবী সোলায়মান, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ এল এম কাওসার আহমেদ, রবিউল আউয়াল, আলতাফ উদ্দিন মোল্লা, শামসুল হক, এসএম আনোয়ার হোসেন, আবুল হোসেন, আনোয়ার হোসেন, আবুল হাশেম, শাহিনুর আলম মারফত ও আক্কেল আলী।
 
সাংগঠনিক সম্পাদক তিনজন হলেন- আক্তার হোসেন, সৈয়দ মনজুর হোসেন মঞ্জু ও সোহেল রহমান। কোষাধ্যক্ষ হয়েছেন আতাউর রহমান চেয়ারম্যান। দপ্তর সম্পাদক এ বি এম আবদুর রাজ্জাক, প্রচার সম্পাদক ভিপি হানিফ ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান বাবু। এছাড়া এই কমিটিতে ১৩ জন যুগ্ম-সম্পাদক ও ১৯ জন সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) গভীর রাতে দলের প্যাডে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকার দুই অংশের জন্য আংশিক কমিটি অনুমোদনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর দক্ষিণ ও উত্তরের অনুমোদিত নির্বাহী কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
 
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এজেড/এএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।