বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নাম ও অত্র হাসপাতালের আইসিইউ'র (নিবিড় পরিচর্যা কেন্দ্র) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ জানান।
মোহাম্মদ নাসিম বলেন, সংবিধানের বাইরে কথা বলে কোনো লাভ নেই।
তিনি আরো বলেন, দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। দেশের মানুষের সুখ-শান্তি নষ্ট করতে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলে- জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, দিনাজপুর মেডিকেল কলেজের অধক্ষ্য ডা. কামরুল আহসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, জেলা যুবলীগ নেতা হাজী পলাশ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বিএস