ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

অপকর্ম করে বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, এপ্রিল ৩০, ২০১৭
অপকর্ম করে বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে

মাদারীপুর: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি অপকর্ম করে বার বার ক্ষমতায় আসার চেষ্টা করছে।

রোববার (৩০ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাদারীপুর ও রাজৈর মাস্টার প্ল্যানের বাংলা ও ইংরেজি প্রতিবেদন স্থানীয় সরকারি বিভিন্ন অফিসে হস্তান্তর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে হত্যা করা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা, জাতীয় পতাকা পোড়নো ও শহীদ মিনার ভাঙার মতো অপকর্ম করা শুধু বিএনপির মাধ্যমেই সম্ভব।

বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন জঙ্গিবাদের উত্থান হয়েছিল। সে সময় তারা উদিচীর সংস্কৃতিক অনুষ্ঠানে, ছায়ানটের অনুষ্ঠানে, কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা চালিয়েছিল। জনগণের সরকার আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। এ সরকার জনগণের বিশ্বাস অর্জন করেছে।

এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদউল্লা খন্দকার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিশ্বাস রাসেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ