ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র পুনঃরক্ষার জন্য নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
গণতন্ত্র পুনঃরক্ষার জন্য নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নীলফামারী: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনঃরক্ষায় বিএনপি উপজেলা উপ-নির্বাচনে প্রার্থী দিয়েছে। আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে বিএনপি আয়োজিত পথসভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি প্রার্থীর কাছে বিপক্ষ দলের প্রার্থী খড়কুটোর মতো উড়ে যাবে।

জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিএনপি রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান, উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী শওকত হায়াত শাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।