সোমবার (১ মে) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার রাতে জেলা শহরের ভওয়াখালী এলাকায় জেলা জামায়াতের আমির আশেক এলাহীর বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান জানান, আটক ৩৬ জনের বিরুদ্ধে রাতে নাশকতার আশঙ্কায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ঘ) ধারায় মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসআই