বুধবার (৩ মে) বেলা সোয়া ১১টার দিকে বিএনপির সভাস্থল ঝিনাইদহ শহরের ড. কে আহম্মদ কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষ হয়।
আহতদের নাম পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, সকালে ড. কে আহম্মদ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভা শুরু হয়। সেসময় বিএনপির আসাদ গ্রুপের নেতাকর্মীরা ভেতরে ঢুকতে গেলে দলীয় প্রতিপক্ষ মশিউর রহমান গ্রুপের নেতাকর্মী বাধা দেন। এতে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ হয়ে গেছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতয়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসআই