রোববার দিবাগত মধ্যরাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, রোববার রাতে ইডেন কলেজের দুই ছাত্রীকে লাঞ্ছিত করে ছাত্ররীগ নেতা পিকুল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার অভিযোগ পাওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে ভুক্তভোগী ছাত্রী, তার স্বামী ও ছোট বোন পলাশী বাজারে মাছ কিনতে যায়। সেই সময় মিজানুর রহমান পিকুলও মাছের বাজারে ছিলেন। এক পর্যায়ে হাঁটতে গিয়ে পিকুলের সঙ্গে ছাত্রীর স্বামীর ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে পিকুল তার স্বামীকে গালি-গালাজ করে মারধর করতে ঔদ্ধত হয়। পরে সেই ছাত্রী ও তার ছোট বোন প্রতিবাদ করলে পিকুল তাদের উপরও চড়াও হয় এবং পিকুল তার অনুসারীদের ডেকে এনে ছাত্রীর শ্লীলতাহানি করে এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক রাসেল আহমেদ তাদের উদ্ধার করার চেষ্টা করে এবং আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
এদিকে লাঞ্ছিতের শিকার দুই ছাত্রীর ভাই ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি পদে রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার পর থেকে পিকুল তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও বন্ধ পাওয়া যাচ্ছে।
**ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইডেনছাত্রী লাঞ্ছিতের অভিযোগ
বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসকেবি/এসএইচ