মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপি শীর্ষ নেতারা।
সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান মীর মোহম্মদ নাসির উদ্দিন, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট আহমেদ আযম খান, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রমুখ।
সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল মন্ত্রিসভায় কয়েকটি কমেন্ট করা হয়েছে এই রায় (ষোড়শ সংশোধনী) সম্পর্কে। এটি অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, যেখানে আমাদের আশা-আকাঙ্ক্ষার শেষস্থল বিচার বিভাগ, আপিল বিভাগ, সেখান থেকে যখন একটা রায় আসে, কিছু অবজার্ভেশন আসে, তখন সমগ্র জাতি সেটা মেনে নেয়। সেইখানে তারা বলছেন, জনমত তৈরি করবে। কার বিরুদ্ধে জনমত তৈরি করবে? ষোল কোটি মানুষের মনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন যে রায়ের মধ্যে ঘটেছে, তার বিরুদ্ধে জনমত তৈরি করবে? জনগণ আপনাদের সঙ্গে থাকবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তাকে সজ্জন মানুষ হিসেবেই জানি। ইদানীং তিনি খুব সুন্দর সুন্দর কথা বলছেন। তার কথায় আমরা বেশ আমোদ পাই।
উনি গতকাল বলেছেন, বিএনপি নাকি আদালত ও বিদেশিদের উপর নির্ভর করে ক্ষমতায় যেতে চায়! কার কথা কে বলে? খাইরুল হকের রায়ের উপরে আপনারা ক্ষমতায় টিকে আছেন। আর একই সঙ্গে এ দেশের সব মানুষ জানে কোন বিদেশিদের কর্মতৎপরতায় আপনারা এখনো ক্ষমতায় টিকে আছেন। সুতরাং বিএনপিকে এ কথা বলবেন না। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, জনগণের ভোটেই ক্ষমতায় আসছে-বলেন দলটির মহাসচিব।
ষোড়শ সংশোধনীর রায়কে ঐতিহাসিক ও যুগান্তকারী আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এ রায়ের উপর মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। সেখানে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
আমি আতঙ্কিত হচ্ছি এই জন্যই যে, তারা বলেছে এই রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলবেন। এ থেকে প্রমাণ হচ্ছে, তারা স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে তাদের অবস্থান নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এজেড/আরআই