বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী সম্মিলিত নাগরিক দল আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিয়া মো. সেলিমের অকাল মৃত্যুতে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
এসময় মঈন খান বলেন, এ রায়ে সরকার ও সংসদ অখুশি হতে পারে কিন্তু বিচার বিভাগের উপর ১৬ কোটি মানুষের আস্থা বেড়েছে, কমেনি। দেশের বিচার বিভাগের যিনি সর্বোচ্চ ব্যক্তি তিনি ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বলেছেন, বাংলাদেশের সব ক্ষেত্রে এখন অরাজকতা চলছে। দেশে জবাবদিহীমূলক কোনো প্রতিষ্ঠান নেই। তার এ বক্তব্য দেশের ১৬ কোটি মানুষ শুনেছে, এতে করে বিচার বিভাগের উপর জনগণের আস্থা বেড়েছে।
যে দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই সে দেশ বিশ্বের বুকে সভ্য দেশ হিসেবে পরিচিত হতে পারে না বলেও তিনি মন্তব্য করেছেন।
দেশে গণতন্ত্র ও সুশাসন নেই দাবি করে বিএনপির এ নেতা বলেন, কোনো দেশে সুশাসন ও মানবাধিকার না থাকলে সেই দেশের কোনো ভিত্তি থাকে না এবং উন্নয়ন ও জনগণের দোর গোড়ায় পৌঁছায় না।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে আরেকবার ঐক্যবদ্ধ হয়ে দেশের হারানো গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনি। যেমন ফিরিয়ে এনে ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এমএসি/এসএইচ