ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবে ন্যাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, আগস্ট ১৬, ২০১৭
বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবে ন্যাপ

ঢাকা: দলের সাবেক চেয়ারম্যানের ‍অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ২০ দলের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাপ।

বুধবার (১৬ আগস্ট) দলীয় প্রধানের বাসভবনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেন, ২৩ আগস্ট দলের সাবেক চেয়ারম্যান শফিকুল গাণি স্বপনের অষ্টম মৃত্যুবার্ষিকী।

এই দিনে কোনো প্রকার অনুষ্ঠান করবো না। এই দিনে আমরা বন্যা দুর্গত মানুষের পাশে ত্রাণ বিতরণ করবো।
 
দুর্গত এলাকায় পানিবন্দি মানুষের কাছে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবারহের জোর দাবি জানিয়ে জেবেল রহমান গণি দলের নেতাকর্মী ও সমাজের সামার্থ্যবান লোকদেরকে এগিয়ে আসার আহ্বান জ‍ানান।
 
ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য গোলাম সারওয়ার খান, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট, ১৬, ২০১৭
এএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ