ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

যুবদলের ওয়ারেন্টভুক্ত দুই নেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, আগস্ট ১৭, ২০১৭
যুবদলের ওয়ারেন্টভুক্ত দুই নেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্টন থানাধীন শাহজানপুর ও বায়তুল মোকারররম এলাকা থেকে যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন পল্টন থানা যুবদলের সাবেক সভাপতি আরিফুর রহমান ও সাবেক যুগ্ম আহবায়ক লিয়ন হোসেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর শাহজাহানপুর ও বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পল্টন থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। আরিফুর রহমানের বিরুদ্ধে ৭টি মামলা এবং লিয়ন হোসেনের বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররমের সামনে থেকে আরিফুর রহমানকে এবং রাত সাড়ে ৮টার দিকে শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে লিয়ন হোসেনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়:০৫২৫ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসজেএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ