ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

পুলিশি বাধায় পণ্ড স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৪, আগস্ট ১৯, ২০১৭
পুলিশি বাধায় পণ্ড স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রা, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি কিছুদূর গেলেই পুলিশ তাতে বাধা দেয়।

শোভাযাত্রাটি পণ্ড হয়ে গেলে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটান নেতাকর্মীরা। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দ্বীন ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু হাসান খান, শফিকুল ইসলাম লিটন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান ও নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা শোভাযাত্রায় পুলিশের বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বাংলা‌দেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এমএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।