ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাবির হলে গভীররাতে ককটেল বিস্ফোরণ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
রাবির হলে গভীররাতে ককটেল বিস্ফোরণ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গভীররাতে দু’টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

বুধবার (২৩ আগস্ট) দিনগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের ছাদ থেকে এ শব্দ পাওয়া যায়।  ককটেল বিস্ফোরণের পর হলের ভেতরে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেন।

মাদার বক্স হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী বাংলানিউজকে জানান, রাত
২টার দিকে হলের পশ্চিম পাশের ছাদ থেকে ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পরপর দু’টি বিস্ফোরণের শব্দ শুনতে পান শিক্ষার্থীরা।
এর কিছুক্ষণ পর হলের ভেতরে লাঠি, পাইপ, কিরিচ, ধারালো ছুরি হাতে মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, আহমেদ সজিব, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, হাসান লাবন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহীল গালিবসহ ২০-২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতারা দাবি করেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে
ছাত্রশিবির ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের সব অপকর্ম রুখতে রাবি
ছাত্রলীগ সব সময় প্রস্তুত আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। হলের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।