ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

যুবলীগ কর্মীর হাতের রগ কেটে দিয়েছে প্রতিবেশী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৩, আগস্ট ২৮, ২০১৭
যুবলীগ কর্মীর হাতের রগ কেটে দিয়েছে প্রতিবেশী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রেজোয়ান (২৬) নামে এক যুবলীগ কর্মীর হাতের রগ কেটে দিয়ে তার প্রতিবেশী। এ ঘটনায় ওই দ‍ুই প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের উপকন্ঠ উত্তরা আবাসনে এ ঘটনা ঘটে। রেজোয়ান আবাসনের আফতাব হোসেনের ছেলে ও পৌর ১নং ওয়ার্ডের যুবলীগের কর্মী।

জানা যায়, আর্থিক লেনদেন নিয়ে রেজোয়ানের সঙ্গে প্রতিবেশী ইকবাল হোসেন (৫৩) ও তার ছেলে সাকিব হোসেনের (২৬) দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে রেজোয়ানকে আটক করে ধারালো ছুরি দিয়ে তার হাতের রগ কেটে দেয় এবং কোমরের নীচে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত রেজোয়ানকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সৈয়দপুর পৌর কাউন্সিলর মো. শাহিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত  করে বলেন, পুলিশ ইকবাল ও সাকিবকে আটক করেছে। তবে ওই ঘটনায় ইকবালের স্ত্রীও আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।