ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফেরদৌস কোরেশীর পিডিপি নিয়ে হাইকোর্টের রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, আগস্ট ২৮, ২০১৭
ফেরদৌস কোরেশীর পিডিপি নিয়ে হাইকোর্টের রুল

ঢাকা: চেয়ারম্যান ড.ফেরদৌস আহমদ কোরেশী ও মহাসচিব এম এ হোসেনের নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) কমিটিকে বৈধতা দিয়ে নির্বাচন কমিশনের দেওয়া চিঠি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি  মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ  সোমবার (২৮ আগস্ট) এ রুল জারি করেন।   

রুলে চেয়ারম্যান হিসেবে এম দেলাওয়ার হোসেন ও মহাসচিব এহসানুল হক সেলিমের নেতৃত্বাধীন পিডিপির কমিটিকে কেন গ্রহণ করা হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব, পিডিপির চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশী (চেয়ারম্যান), নিলুফার পান্না কোরেশী (কো-চেয়ারম্যান) ও এম এ হোসেনকে (মহাসচিব) রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ইউনুছ আলী আকন্দ বলেন, ২০১৬ সালের ২৪ ডিসেম্বর এক কাউন্সিলের মাধ্যমে দেলাওয়ার হোসেনকে চেয়ারম্যান ও এহসানুল হক সেলিমকে মহাসচিব করে কমিটি গঠন করা হয়। ওই দিনই নবগঠিত কমিটি বৈধতা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে।

পরে  নির্বাচন কমিশন ফেরদৌস কোরেশী ও দেলাওয়ার হোসেনকে নিয়ে শুনানি করেন। এরপর ২২ জুন নির্বাচন কমিশন উভয় পক্ষকে একটি চিঠি দেয়।

ওই চিঠিতে এম দেলাওয়ার হোসেন ও এহসানুল হক সেলিমের কমিটির আবেদন গ্রহণ না করে কোরেশীকে নির্বাচন কমিশন দলীয় কার্যক্রম চালিয়ে যেতে বলে। এছাড়াও ‘রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা, ২০০৮’ ও ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ অনুযায়ী দলের গঠনতন্ত্রে যেসব অসঙ্গতি বা অসামঞ্জস্য রয়েছে তা সংশোধন করে ১৩ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয় ওই চিঠিতে।

নির্বাচন কমিশনের ২২ জুনের চিঠির বৈধতা চ্যলেঞ্জ করে হাইকোর্টে রিটটি আবেদন করেন এহসানুল হক সেলিম।

বাংলাদেশ সময়:১৪৫৩ ঘণ্টা, আগস্ট ২৮,২০১৭
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।