সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব ও ২০ দলীয় জোটের মহাসচিবদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভা শেষে বিএনপির পক্ষ থেকে কিছু না বলা হলেও ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া বাংলানিউজকে জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সামনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলের যে সংলাপ হবে, সেখানে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বা প্রস্তাব দেয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমাদের প্রস্তাবগুলোর মধ্যে সহায়ক সরকারের অধিনে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পার্লামেন্ট বাতিল করা, নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের মামলা প্রত্যাহারের বিষয়টি থাকবে।
তিনি আরো বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে এবং সরকার ক্রমান্বয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে বলে সভায় অভিমত প্রকাশ করেছেন ২০ দলের মহাসচিবরা।
২০ দলের সমন্বয়কারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী আহমেদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিজেপি ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিএমএল মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামী এক্যজোট মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম, লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, পিপলস্ লীগ মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন ও জাতীয় পার্টি (জাফর) যুগ্ম মহাসচিব এএসএম শামিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এএম/এসআরএস