ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মাধবপুরে ছাত্রদল নেতা নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৩, আগস্ট ২৯, ২০১৭
মাধবপুরে ছাত্রদল নেতা নিখোঁজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে হোছাইন মো. রফিক নামে এক ছাত্রদল নেতা নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নিখোঁজ রফিকের পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রফিক শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর গ্রামের বাসিন্দা এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক।

জিডির বরাত দিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বাংলানিউজকে জানান, সোমবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে তেলিয়াপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু তিনি বাড়ি ফেরেননি।

তিনি আরও জানান, তার ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির পাশে পাওয়া গেছে। পুলিশ তার সন্ধান বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।