ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২১, সেপ্টেম্বর ১, ২০১৭
খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বিএনপির দুই অংশ পৃথক কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে শহরের শাপলা চত্বরের দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া নেতৃত্বে র‌্যালি বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় দলের সিনিয়র নেতারা জিয়াউর রহমানের প্রতীকীকে গিয়ে শ্রদ্ধা জানান।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি মনিন্দ্র কিশোর ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু, এমএন আবছার প্রমুখ।
 
এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ানের নেতৃত্বে অপর অংশ কোর্ট বিল্ডিং এলাকা থেকে র‌্যালি করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে কয়েকজন সিনিয়র নেতারা জিয়াউর রহমানের প্রতীকীতে গিয়ে শ্রদ্ধা জানান।
 
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, জেলা যুবদলের সহ- সভাপতি শামছুল হক, তৃণমূল দলের সভাপতি জাফর আহম্মদ তালুকদার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ