ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ত্যাগের মহিমায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪২, সেপ্টেম্বর ২, ২০১৭
ত্যাগের মহিমায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও: দেশ ও বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  ত্যাগের মহিমায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক আর দূর হোক মানুষের কষ্ট-যন্ত্রনা। বিশেষ করে বন্যা দুর্গতদের কষ্ট লাঘব হোক।

হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে সম্প্রীতির বন্ধন গড়ে বাংলাদেশকে যেন শান্তিময় গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারি সে কামনা করি, যোগ করেন মির্জা ফখরুল।

তিনি শনিবার (২ সেপ্টম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলার প্রধান জামাতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ জামাতে জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ অন্তত ২০ হাজার মানুষ নামাজ পড়েছেন। এতে ইমামতি করেছেন ঠাকুরগাঁও বড় মসজিদেও ঈমাম মাওলানা খলিলুর রহমান।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ