ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচন আ’লীগ সরকারের অধীনেই হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৪, সেপ্টেম্বর ৪, ২০১৭
আগামী নির্বাচন আ’লীগ সরকারের অধীনেই হবে

মাদারীপুর: আগামী নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে আড়িয়াল খাঁ নদের ভাঙনের শিকার পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।

এসময় সাজেদা চৌধুরী বলেন, জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে।

তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে জনগণের জন্য কাজ করতে হবে। তাদের কাজের সংস্থান তৈরি করতে হবে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

নদী ভাঙন কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ফরিদপুর-২ আসন থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আয়মন আকবর।

এসময় আরো উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।

নদী ভাঙনের শিকার ১ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ