সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দৌলতখান উপজেলায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী গত নির্বাচনের সময় সংলাপের জন্য আহ্বান করে ছিল তিনি আসেন নি।
তোফায়েল আহমেদ বলেন, ভোলার নদী ভাঙন রোধকল্পে ১৬’শ কোটি টাকা বরাদ্দ হয়েছে, খুব শিগগির ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ হবে এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে।
জনসভায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
এর আগে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৬ কোটি ১১ লাখ টাকা ব্যায়ে নব-নির্মিত দৌলতখান উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
আরআইএস/