ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবদলের আলোচনা সভা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, সেপ্টেম্বর ৪, ২০১৭
বগুড়ায় যুবদলের আলোচনা সভা  বগুড়ায় যুবদলের আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় যুবদলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল।
 
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন- সদর থানা যুবদল সভাপতি রাফিউল ইসলাম রুবেল, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার হোসেন সান্টু, যুবনেতা অধ্যক্ষ শাহীন, আব্দুল বারী, সুরুজ, শামীম, এমএ হান্নান, মিঠু প্রমুখ।
 
সভা শেষে শহর যুবদল নেতা জহুরুল ইসলাম ফুয়াদের নেতৃত্বে জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সোহেল, সজিব, ইসরাইল, শিবলুসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুল দিয়ে যুবদলে যোগদান করেন।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ