ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

আলমডাঙ্গায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত কর্মীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, সেপ্টেম্বর ৪, ২০১৭
আলমডাঙ্গায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে ঈদগাহ মাঠে ঈদের জামাতে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত জয়নাল আবেদিনের (৪৫) মৃত্যু হয়েছে।

ঘটনার দু’দিন পর সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জয়নাল হাপানিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে। অপর আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
    
শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাপানিয়া গ্রামে ঈদগাহ মাঠে ঈদের জামাতে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি মেম্বর ইমদাদুল হক ও দেলোয়ার হোসেন পক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, কুষ্টিয়া সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ