পৃথক মামলায় জামিনের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
নারায়ণগঞ্জ
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনকালে গত ০৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আড়াইহাজার থানার এসআই মাহফুজ বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ নেতাকর্মীদের আসামি করে মামলা করেন।
এ মামলায় আবেদনের প্রেক্ষিতে আজাদসহ ৮৬ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
মাদারীপুর
গত ০৪ সেপ্টেম্বর দলীয় কর্মসূচি পালনকালে মাদারীপুরের কালকিনিতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এক ছাত্রলীগ কর্মী বিএনপির গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ স্থানীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় খোকনসহ আটজনকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
ইএস/এএসআর