ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, সেপ্টেম্বর ১৩, ২০১৭
না’গঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবসের কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ৯ নেতাকর্মীর মুক্তি ও মামলার অন্যতম আসামি মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন খানসহ সকলকে অব্যাহতি দিয়ে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানান নেতারা।

নেতারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেয়ার সময় বিএনপির নেতাকর্মীদের উপর আচমকা হামলা চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় বিস্ফোরণের কথা উল্লেখ করে বিস্ফোরণ মামলা দেয়া হলেও কোন বিস্ফোরণের ঘটনা সেদিন ঘটেনি। আর কোন বিস্ফোরক দ্রব্যও সেদিন কারো কাছে ছিলো না।  

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, মশিউর রহমান শাহীন, আজিজুল হক হান্টু, আনোয়ার প্রধান, আবুল কালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।