রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লায় জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলমের বাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে যাবে তবে সেটা সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকবে, তারা মাঠে কাজ করবে কিন্তু এতে করে দলের চেইন অব কমান্ড ভাঙা যাবেনা। কোনো ভাবেই দলে কোন্দল সৃষ্টি করা যাবেনা। নির্বাচন আরো অনেক সময় বাকি আছে, এখন সাংগঠনিক কাজে বেশি মন দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সহ সভাপতি শাহ আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহুমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
বিএস